রাউজানে চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরদের থানায় জিডি

২২ জুন শনিবার চট্টগ্রামের কয়েকটি আঞ্চলিক পত্রিকায় মুনিরিয়া যুবতবলীগ কমিটির সভার প্রকাশিত বিজ্ঞাপনে হুমকি প্রদানের অভিযোগ এনে রাউজানের হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম, ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, চিকদাইর ইউনিয়নের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, গহিরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার বাশি, বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান সুকুমার বড়–য়া, ৭নং রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, কদলপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমল চক্রবর্তী, পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন, পুর্ব গুজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মদ, পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবু উদ্দিন আরিফ, উরকির চর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল, নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ দিদারুল আলম, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান ভুপেশ বড়–য়া, নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দি সিকদার, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ পৃথক পৃথক ভাবে মুনিরিয়া যুবতবলীগ কমিটির প্রতিষ্টাতা কাগতিয়ার পীর মুনিরুল্ল্রাহ ও তার অনুসারীদের বিরুদ্বে রাউজান থানায় জিডি করেছে । জিডিতে চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর গন শান্তির জনপদ রাউজানকে মুনিরিয়ার সন্ত্রাসী ও জঙ্গিরা আবারো অশান্ত করার প্রচেষ্টায় মেতে উঠেছে বলে উল্লেখ করেন । গতকাল ২২ জুন শনিবার চট্টগ্রামের কয়েকটি আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে মুনিরিয়া যুবতবলীগ কমিটির অনুসারী সন্ত্রাসীরা এই হুমকি প্রদান করে বলে জিডিতে উল্লেখ করেন । এই ব্যাপার্ েরাউজান থানার ওসি কেপায়েত উল্ল্যাহ জানান রাউজানের ১৪ ইউনিয়নের চেয়ারম্যান ও রাউজান পৌরসভার কাউন্সিলগন পৃথক পৃথক ভাবে মুনিরিয়ার বিরুদ্বে গতকাল ২২ জুন শনিবার রাউজান থানায় জিডি করে ।