মণিপুরে অস্ত্রাগার লুণ্ঠনের চেষ্টা, পুলিশের গুলিতে যুবক নিহত

অশান্তির যে আগুনের সূত্রপাত মণিপুরে দুমাস তিনদিন আগে হয়েছিলো, তার আঁচ এখনও নির্বাপিত হয়নি। রাজধানী ইমফল থেকে ৩০ কিলোমিটার দূরে থাউ বেল জেলার ওয়াম্বাতে ভারতীয় সেনাবাহিনীর একটি অস্ত্রাগার লুন্ঠন করার চেষ্টা করে বিদ্রোহীরা। কুকি জনজাতির প্রতিনিধিরা অস্ত্রশস্ত্র নিজের হাতে তুলে নেয়ার চেষ্টা করে। পুলিশ উত্তেজিত, মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে প্রথমে কাঁদানে গ্যাস এবং পরে গুলি চালায়। গুলিতে নিহত হয় আবুজাম রোনাল্ডো নামের সাতাশ বছরের এক যুবক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কয়েক ঘন্টা পরে। তার মধ্যে ভস্মীভূত হয় এক কুকি মধ্যস্থতাকারীর বাড়ি। কয়েকদিন আগে দু নম্বর জাতীয় সড়ক অবরোধ মুক্ত করার ব্যাপারে তার অবদান ছিল। সরকারের দালাল- এই অপবাদ দিয়ে তাঁর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। উল্লেখযোগ্য, কুকি বনাম মেইতেইদের এই জাতি দাঙ্গা ক্রমশই হিন্দু ও খ্রিস্টানদের সাম্প্রদায়িক সংঘর্ষে রূপ নিয়েছে।

কেন্দ্রীয় সরকার গোটা ঘটনায় বিদেশি যোগ দেখছে।