ওড়িশায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ১২

ভারতের ওড়িশার গঞ্জাম জেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন। নিহতরা সবাই বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। সোমবার (২৬ জুন) এনডিটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পুলিশ।

বেরহামপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট সর্বনা বিবেক বলেন, রোববার (২৫ জুন) রাতে বেরহামপুর-তপ্তপানি সড়কের দিগাপাহান্ডি এলাকার কাছাকাছি দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ১২ জন নিহত হন। নিহতরা সবাই বেরহামপুরের একটি বিয়ের অনুষ্ঠান থেকে খান্দাদেউলতে ফিরছিলেন। বাড়ি ফেরার পথে দিগাপাহান্ডি এলাকায় এ সংঘর্ষ ঘটে।

সর্বনা বিবেক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অন্য আরেকজন পুলিশ কর্মকর্তা বলেন, নিহত ১২ জনের মধ্যে একই পরিবারের সাতজন ছিলেন। আহতদের মধ্যে দুজনকে কটাকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে ঘটনার পর রাজ্যটির বিশেষ ত্রাণ কমিশন আহতদের ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।