জেনিনে ইসরাইলের অভিযানে নিহত ৩ ফিলিস্তিনি, আহত ৩৭

ফিলিস্তিনের জেনিন শহরের শরনার্থী শিবিরে বড় ধরণের সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল। সেখানে থাকা ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চলছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন।

আল-জাজিরার খবরে জানানো হয়েছে, সোমবার ভোরেই এই অভিযান শুরু করে ইসরাইল। শরনার্থী শিবিরে সাঁড়াশি অভিযান চালানো হয়। স্টান গ্রেনেড, বিষাক্ত গ্যাসসহ অব্যাহতভাবে সরাসরি গুলি চলতে থাকে। নিহত ফিলিস্তিনিদের মধ্যে একজন নাবালক। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের শনাক্ত করেছে। তাদের নাম ও বয়স যথাক্রমে খালেদ দারবিশ (২১), কাসাম সারিয়া (১৯) এবং আহমেদ সাকার (১৫)।

ইসরাইলি সামরিক বাহিনী এখনও এ ঘটনাযর বিষয়ে কোনো মন্তব্য করেনি। যদিও ইসরাইলি কিছু মিডিয়া জানিয়েছে, অভিযানে গিয়ে ইসরাইলি সেনারা আহত হয়েছে। এক ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ইসরাইলি হেলিকপ্টার শিবিরের মধ্যে রকেট হামলা চালিয়েছে।

এছাড়া এটি উপর দিয়ে নজরদারি করে যাচ্ছিল।