বন্যা ও পাহাড় ধসে বিপর্যস্ত সিকিম, দু’হাজার পর্যটক উদ্ধার

রাজধানী গ্যাংটক ছাড়া সিকিম এখন কার্যত বিচ্ছিন্ন গোটা দেশ থেকে। টানা তিনদিনের বৃষ্টি, পাহাড়ি রাস্তায় ধস এবং বন্যার ফলে বিপর্যস্ত সিকিম। উত্তর সিকিম থেকে দুহাজার পর্যটককে উদ্ধার করে রাজধানী গ্যাটকে আনা সম্ভব হয়েছে। লাচুং এবং লেচংয়ে আটকে পড়েছেন আরও তিনশ’ জন। মৃত্যুর কোনো খবর এখনও না পাওয়া গেলেও আহত হয়েছেন বহু। বিপর্যয় না কাটলে উদ্ধার হওয়া ব্যক্তিদের সমতলে ফেরানো যাবে না। গ্যাংটক-শিলিগুড়ির রাস্তায় ফাটল দেখা দিয়েছে। বহু রাস্তা প্লাবিত। আধা সেনাবাহিনী ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজে নেমেছে।