বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল টাইলস দিয়ে সজ্জিত করণ কাজের উদ্বোধন

হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে বীরমুক্তিযোদ্ধাদের সমাধিস্থল টাইলস দিয়ে সজ্জিত করণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ জুন) উপজেলার ধলই ইউনিয়নে এই কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল আলম, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি ও সাংগঠনিক সম্পাদক যথাক্রমে কেশব কুমার বড়ুয়া ও আসলাম পারভেজ,গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সৌরভ বিশ্বাস, ২নং ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর, ইউপি সদস্যবৃন্দ, উপ-সহকারী প্রকৌশলী, নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাবুন্দ ও কবর পাকাকরণ ও টাইলস দিয়ে সজ্জিত করণ কাজের ঠিকাদার যথাক্রমে মোঃ তাজুল ইসলাম টিপু, মোঃ মহিউদ্দিন আরিফ ও মোঃ সাইফুদ্দিন প্রমূখ। উল্লেখ্য সরকারের গণপূর্ত বিভাগের উদ্যোগে হাটহাজারীতে বীরমুক্তিযোদ্ধাদের সমাধিস্থল পাকা করণ প্রকল্পের কাজ ইতিমধ্যে প্রায় শেষ করার পর টাইলস দিয়ে সজ্জিত করণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।