আলভারেজের বিশ্বরেকর্ড

সোনায় মোড়ানো মৌসুম কাটলো হুলিয়ান আলভারেজের। আর্জেন্টিনার হয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রিমিয়ার লীগ, এফএ কাপ জয়। সবশেষ ‘স্কাই ব্লু’ জার্সি গায়ে চ্যাম্পিয়নস লীগ জিতে বিশ্বরেকর্ড গড়লেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।শনিবার ইস্তানবুলের আতাতুর্ক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। এতে ইতিহাসের পাতায় নাম ওঠে আলভারেজের। ফুটবল বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে বিশ্বকাপ জয়ের পর নিজ ক্লাবের হয়ে ট্রেবল জয়ের কীর্তি গড়লেন আর্জেন্টাইন তরুণ। বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে অবশ্য মাঠেই নামতে হয়নি আলভারেজকে।
একই মৌসুমে বিশ্বকাপ এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়া দশম খেলোয়াড় হুলিয়ান আলভারেজ। আগের ৯ খেলোয়াড়ের মধ্যে কেউই একই মৌসুমে ক্লাবের হয়ে ঘরোয়া কাপ জিততে পারেননি।

১৯৭৪ সালে পশ্চিম জার্মানির হয়ে বিশ্বকাপ জেতার পর এই ছয় ফুটবলার বায়ার্ন মিউনিখের হয়ে জিতেছিলেন ইউরোপিয়ান কাপ। তারা হলেন সেপ মেয়ার, হানস-গিয়োর্গ শোয়ারজেনবেক, পল ব্রাইটনার, জার্ড মুলার, বেকেনবাওয়ার ও উলি হোয়েনেস। ১৯৯৮ সালে এই গৌরব অর্জন করেন ফ্রান্সের ক্রিস্টিয়ান কারেম্বু। বিশ্বকাপ জয়ের বছরই রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লীগ জিতেছিলেন তিনি।

২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা রবার্তো কার্লোস একই বছর চ্যাম্পিয়নস লীগ জিতেছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে।

সবশেষ ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা রাফায়েল ভারান ইউরোপ সেরা হয়েছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে।
কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা রাখেন হুলিয়ান আলভারেজ। ৪ গোল নিয়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন তিনি। এ মৌসুমে ম্যানচেস্টার সিটির মোট ম্যাচের অর্ধেকেরও কম খেলায় শুরুর একাদশে না থাকা আলভারেজ ১৭ গোল নিয়ে ইতিহাদের ক্লাবটির দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।