নারী জাগরণের কবি

‘হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়,
বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?
কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি
দক্ষিণ দুয়ার গেছে খুলি?
বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?
দখিনা সমির তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?’

কবি বেগম সুফিয়া কামালের ১০৮তম জন্মবার্ষিকী আজ।

নারী জাগরণের কবি সুফিয়া কামাল ১৯১১ সালে আজকের দিনে বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা কুমিল্লার বাসিন্দা ছিলেন। সেই সময় বাঙালি মুসলিম নারীদের গৃহবন্দি জীবন কাটাতে হতো।