” নজরুলচর্চা বাঙালি জাতিকে সমৃদ্ধি এনে দিয়েছে “

ঢাকায় বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের সভায় বক্তারা

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সম্মুখে জাতীয় কবির সমাধিতে ফাতেহা পাঠ, পুষ্পমাল্য অর্পণ, বিশেষ মোনাজাত ২৫ মে বৃহস্পতিবার সকালে শিশুর মঞ্চ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের সভাপতি ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীনের সভাপতিত্বে ও সাংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হক শামীমের পরিচালনায় এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বর্ষীয়ান লেখক ও ইতিহাসগবেষক সত্যকাম বাগচী। আলোচনায় অংশগ্রহণ করেন , মাসিক আলোরপথের সম্পাদক সোহেল তাজ, এডভোকেট নুর নাহার আখতার পারভিন, এডভোকেট শামসুন নাহার, এডভোকেট আল আমিন হোসেন,
ভাষা আন্দোলন-গবেষক ডা. মআআ মুক্তাদীর, সাংবাদিক সৈয়দ গোলাম নবী,অনুকর বড়ুয়া, মোহাম্মদ শাহরুখ, কবি মতিয়ারা চৌধুরী মিনু প্রমুখ। সভায় বক্তারা বলেছেন, বহুমুখী প্রতিভার অধিকারী বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের চেতনার প্রতীক। তাঁর সাহিত্যকর্ম বাঙালি জাতিকে সমৃদ্ধি এনে দিয়েছে। নজরুলচর্চায় মাধ্যমে নবপ্রজন্ম সুস্থধারার সাংস্কৃতিক কর্মকাণ্ডে এগিয়ে আসলে আমাদের প্রজন্ম সত্যিকার দেশপ্রেমিক হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে তুলে ধরতে পারবে।