চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্যের রুটিন দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারচবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজের ডিন, চবি হলসমূহের প্রভোস্ট, প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দের সাথে পৃথক পৃথকভাবে ১৭ জুন ২০১৯ উপাচার্য দপ্তরের সভাকক্ষেমতবিনিময় সভায় মিলিত হন। সভাসমূহে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ উপস্থিত ছিলেন।
প্রফেসর ড. শিরীণ আখতার অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, উপ-উপাচার্য হিসেবে তাঁর এ বিশ^বিদ্যালয়ে দায়িত্ব পালনের সফলতার প্রথম সোপান হিসেবে সরকার তাঁকে এ বিশ^বিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদান করেছেন। এটি বিশ^বিদ্যালয় পরিবারের সকলের জন্য অত্যন্ত আনন্দের এবং গৌরবের। এ জন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। প্রফেসর ড. শিরীণ আখতার চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে চবি’র বিভিন্ন পর্ষদেদায়িত্বপ্রাপ্ত সকলেই তাঁকে যেভাবে প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় সহযোগিতা করেছেন উপাচার্যের রুটিন দায়িত্ব পালনকালীন সময়েও তাঁরা সে সহযোগিতা অব্যাহত রাখবেন মর্মেতিনি প্রত্যাশা ব্যক্ত করেন। সভাসমূহে উপস্থিত সকলেই মাননীয় উপ-উপাচার্য উপাচার্যের রুটিন দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানান। তাঁরা সকলেই এ বিশ^বিদ্যালয়ের চলমান একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ড অধিকতর গতিশীল করতে সকল ধরণের সার্বিক সহযোগিতা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।