মিরসরাই প্রতিনিধি::
মিরসরাইয়ে ভূমিসেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩মে) উপজেলা ভূমি কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।
ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে কমপক্ষে ১০ জন সেবা গ্রহীতার বক্তব্য শুনে তাৎক্ষনিক সমস্যার সমাধান করে দেয়া হয়। এছাড়া ৫জন সেবা গ্রহীতার হাতে ভুমির নামজারীর খতিয়ান সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, ভূমি সেবা সহজ করতে সরকার অনলাইনের মাধ্যমে প্রায় সব ধরণের সেবা চালু করেছে। মানুষ এখন অনলাইনে নামজারীর ফাইল জমা দিতে পারছে, অনলাইনে ভূমির খাজনা দেয়ার ব্যবস্থা নিয়েছে। অনলাইনে ভূমিসেবা বিষয়ে মানুষকে সচেতন করতে ভূমিসেবা সপ্তাহ পালন করা হচ্ছে। দালালমুক্ত হয়ে মানুষকে অনলাইনের মাধ্যমে সেবা নেওয়ার আহবান জানান তিনি।