ঢাকায় স্বস্তির বৃষ্টি

রাজধানীর আকাশ আজ সকাল থেকেই কালো মেঘে ঢেকে যায়। সকাল সাড়ে ৯টার পর থেকে ঝোড়ো বাতাসের সঙ্গে নামে স্বস্তির বৃষ্টি। প্রায় আধা ঘণ্টাব্যাপী একটানা ধরে ঝুম বৃষ্টি। এতে অফিসগামী কর্মজীবী মানুষ কিছুটা বিপাকে পড়েন। তবে পরিবেশ শীতল হওয়ায় নগরবাসীরা ফেলেন স্বস্তির নিঃশ্বাস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টির পরিমাণ ছিল তিন মিলিমিটার। আজও বৃষ্টি হবে রাজধানীতে, তবে এর পরিমাণ খুব না হওয়ারই সম্ভাবনা বেশি। এ সময় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ সকাল ছয়টায় ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে।

এটি দমকা হাওয়া আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫ দিন ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।