বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়েছে ৩বসতঘর

চট্টগ্রামে পৃথক দুটি অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর আগুনে পুড়ে গেছে। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) ভোরে সীতাকুণ্ড ও মিরসরাই উজেলায় পৃথক এ ঘটনা ঘটে।

মিরসরাই উপজেলায় ঠাকুরদিঘী এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে মিরসরাই ফায়ার স্টেশনের দু’টি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তিন লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়।

এদিকে সীতাকুণ্ডের ইয়াছিন নগর এলাকায় অপর একটি অগ্নিকাণ্ডে একটি বসতঘর আগুনে পুড়ে যায়। খবর পেয়ে সীতাকুণ্ডের ফায়ার স্টেশনের একটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়।

চট্টগ্রামের ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, পৃথক ওই দুটি অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও তিনটি বসতঘর আগুনে পুড়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।