চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের রুটিন দায়িত্ব গ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন অধ্যাপক ড. শিরীণ আখতার। রোববার (১৬ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতা, রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালক, শিক্ষক ও প্রক্টরিয়ার বডির সদস্যরা।
পরে উপাচার্য দফতরের সভাকক্ষে সকলের উপস্থিতি ও অংশগ্রহণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও দেশ-জাতির উন্নয়ন, অগ্রগতি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। এছাড়া প্রথম দিনে শিরীণ আখতার উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করেন উপ উপাচার্যের অফিস কক্ষে বসে।











