কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে যুবলীগ

মিরসরাই প্রতিনিধি:::
মিরসরাইয়ে কৃষকের ২৫ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ গ্রামে কৃষক আনোয়ার হোসেনের জমির ধান কেটে কৃষকের বাড়িতে তুলে দেন তারা।
এইসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা আছিফুর রহমান শাহীন, শাহাদাত হোসেন ভূঁইয়া, হাসান হাবীব রনি, ফখরুল ইসলাম মুন্না, মোশাররফ হোসেন, মেজবা উদ্দিন রবিন, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য আরিফুর রহমান, গেন্ডারিয়া থানা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ আরেফিন অন্তর, রিফাত হাওলাদার, মিরসরাই ছাত্রলীগ নেতা সাফায়েত হোসেন প্রমুখ।
কৃষক আনোয়ার হোসেন বলেন, শ্রমিকের দাম বেশি হওয়ায় এবং শ্রমিক সংকটের কারণে আমার প্রায় ২৫ শতাংশ জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট ভাই নেতাকর্মীদের পাঠিয়ে আমার জমির ধান গুলো কেটে ঘরে তুলে দিয়েছেন আমি খুবই খুশি।
যুবলীগ নেতা আছিফুর রহমান শাহীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কর্মসূচি হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের আওতায় এবং কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটের সার্বিক তত্বাবধানে আমরা মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা ধান কাটা কর্মসূচি পালন করেছি। আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।