আয়ারল্যান্ডের লিড

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩ রানে ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড। ধারণা করা হচ্ছিল, তৃতীয় দিনেই হয়তো আইরিশদের অলআউট করে ইনিংস ব্যবধানের জয় নিশ্চিত করবে বাংলাদেশ। তবে টাইগার বোলারদের সামলে ধীরে-সুস্থে লিড নিলো আয়ারল্যান্ড। ৭০.২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান সফরকারীদের। ৩৩ রানে এগিয়ে আয়ারল্যান্ড।

টেক্টরকে ফিরিয়ে তাইজুলের ‘ব্যাক থ্রু’

টপ অর্ডারদের ব্যর্থতার ইনিংসে ব্যাট হাতে ছন্দ দেখান হ্যারি টেক্টর। প্রথম ইনিংসে ফিফটি হাঁকানো আইরিশ ব্যাটার দ্বিতীয় ইনিংসেও পেলেন হাফসেঞ্চুরির দেখা। লরকান টাকারকে নিয়ে টেক্টরের ভয়ংকর হয়ে ওঠা ৭২ রানের জুটি ভেঙে ব্যাক থ্রু এনে দিলেন তাইজুল ইসলাম। ৫৬.১ ওভারে তাইজুলের শিকার হওয়ার আগে ১৫৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন টেক্টর। ৫৭.১ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ১২৮ রান। এখনও ২৭ রানে এগিয়ে বাংলাদেশ।

টেক্টর-টাকারের প্রতিরোধ, বাংলাদেশের প্রাপ্তি ১ উইকেট

মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে লড়াকু ব্যাটিং করেছে আইরিশরা।

দলীয় ৫১ রানে পিটার মুর ফেরার পর ৪২ রানের জুটি গড়েন হ্যারি টেক্টর ও লরকান টাকার। ৪৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ৯৩ রান। এখনও ৬২ রানে এগিয়ে বাংলাদেশ।
প্রথম আঘাত শরিফুলের

মাটি কামড়ে ব্যাট করছিলেন পিটার মুর এবং হ্যারি টেক্টর। ব্যাটিং দৃঢ়তায় বড় করছিলেন জুটি। তবে ৩৩তম ওভারে বোলিংয়ে এসে টেক্টর-মুরের ৩৮ রানের জুটি ভাঙেন শরিফুল ইসলাম। ৭৮ বলে ৩ বাউন্ডারিতে ১৬ রান নিয়ে ক্রিজ ছাড়েন মুর। ৩২.১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৫১ রান আয়ারল্যান্ডের।

টেক্টর-মুরের লড়াই

বাংলাদেশের নেয়া ১৫৫ রানের লিড তাড়া করতে নেমে ২৭ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে আয়ারল্যান্ড। দিন শেষে হ্যারি টেক্টর ৮ এবং পিটার মুর ১০ রান নিয়ে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনের খেলায় নেমে ব্যাটিংয়ে দৃঢ়তা দেখাচ্ছেন এই দুই আইরিশ ব্যাটার। টেক্টর-মুরের ধীর গতির ব্যাটিংয়ে ৩২ ওভারে ৫১ রান তুলেছে আয়ারল্যান্ড। তৃতীয় দিনে আর কোনো উইকেট হারায়নি আইরিশরা। এখনও ১০৪ রানে এগিয়ে বাংলাদেশ।