সেঞ্চুরি মিস সাকিবের, বাংলাদেশের লিড

আইরিশ বোলারদের শাসন করে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন সাকিব আল হাসান। তবে মাত্র ১৩ রানের জন্য টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক মিস করেছেন টাইগার অধিনায়ক। ৪৪তম ওভারের শেষ বলে ম্যাকব্রায়ানের শিকার হওয়ার আগে ৯৪ বলে ১৪ বাউন্ডারিতে ৮৭ রান করেন সাকিব। ৪৬.৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২১ রান। আয়ারল্যান্ডের চেয়ে ৭ রানে এগিয়ে টাইগাররা।

প্রথম সেশনে সাকিবের দাপট, মুশফিকের দৃঢ়তা

দ্বিতীয় দিনের শুরুতেই মুমিনুল হক ফেরেন। শুরুর ধাক্কা সামলে চতুর্থ উইকেটে জুটি গড়েন সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। দুই ব্যাটারই ফিফটি হাঁকান। ওয়ানডে মেজাজে প্রথম সেশনে ৭৪ বলে ১২ বাউন্ডারিতে ৭৪ রান করেন সাকিব। ৭৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৩ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছেন মুশফিক। ৩৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান বাংলাদেশের।

আইরিশদের চেয়ে মাত্র ৪৪ রানে পিছিয়ে টাইগাররা।
সাকিবের ফিফটি

পাঁচে নেমে ওয়ানডে মেজাজে ব্যাটিং করছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ইতোমধ্যেই টেস্ট ক্যারিয়ারের ৩১তম ফিফটির দেখা পেয়েছেন তিনি। ২৮.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২৬ রান। ৫২ বলে ১০ বাউন্ডারিতে ৫৭* রান সাকিবের। ৪৮ বলে ৩ বাউন্ডারিতে ২৬* রান নিয়ে সাকিবকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহীম।

দিনের শুরুতেই ফিরলেন মুমিনুল হক

বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ফিরলেন মুমিনুল হক সৌরভ। ১২.৪ ওভারে মার্ক অ্যাডায়ারের শিকার হওয়ার আগে ৩৪ বলে ৪ বাউন্ডারিতে ১৭ রান করেন টাইগার ব্যাটার। ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৫ রান। আইরিশদের চেয়ে ১৫৯ রানে পিছিয়ে টাইগাররা।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনে আয়ারল্যান্ডকে ২১৪ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। দিনের বাকি সময়ে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪ রান তোলে টাইগাররা। তামিম ইকবাল ২১ রান করেন। নাজমুল হোসেন শান্ত গোল্ডেন ডাক মারেন। ১২ রান নিয়ে প্রথম দিন শেষ করেন মুমিনুল।