চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার এশিয়াটিক কটন মিলের সামনে থেকে ১০০লিটার চোলাই মদসহ দুই নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, লিপি আসাম (৩৫) ও মিতা চাকমা (৩৬)।
আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার এসআই গোলাম মোঃ নাসিম হোসেন জানান, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।