২০ মে ১৬তম World Metrology Day 2019। এবারে দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “আর্ন্তজাতিক পদ্ধতির একক মৌলিকভাবে উত্তম”। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় অফিসের উদ্যোগে আগামি ২০ মে ২০১৯ইং রোজ সোমবার সকাল ১১.০০ ঘটিকায় আগ্রাবাদস্থ ওয়াল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি জনাব মাহবুবুল আলম সভায় প্রধান অতিথি, চিটাগাং ইউমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর ভাইস প্রেসিডেন্ট মিসেস জেসমিন আখতার ও ক্যাব চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইন আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আলোচনা সভায় অংশগ্রহনের জন্য বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।