ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে পালনে সামাজিক বন্ধন দৃঢ়তা পায়

 

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য, বিশিষ্ট নারী নেত্রী, সামজসেবী ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এ দেশের মানুষ সুন্দরভাবে ধর্মীয় অনুষ্ঠানাদি পালনে অভ্যস্ত। আর এসব অনুষ্ঠানের মাধ্যমে ভাতৃত্ববোধ বৃদ্ধি পায়। সামাজিক বন্ধন দৃঢ় হয়। এই সুন্দর বন্ধন ধরে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে এক ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঐতিহ্যবাহী দানিশ চৌধুরী বাড়িতে আয়োজিত হয় এই অনুষ্ঠান। এ বছর এই জমজমাট আয়োজনের যুগপূর্তি হয়। এ উপলক্ষে আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল চকলেট দৌড়, বিস্কুট জাম্প, স্মৃতি পরীক্ষা, বল নিক্ষেপ, হাঁিড় ভাঙ্গা, তৈলাক্ত বাঁশ বেয়ে উঠা, ফুটবল প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, র‌্যাফল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, মেজবান ইত্যাদি। নান্দনিক এই অনুষ্ঠান আয়োজনে ছিলেন তরিকুল আলম চৌধুরী, এমরান হোসেন চৌধুরী, মুরিদুল আলম চৌধুরী, নাজেম উদ্দিন চৌধুরী, সরওয়ার উদ্দিন চৌধুরী, শহীদুল আলম চৌধুরী, আশেক এলাহি চৌধুরী, শফিকুল আজম চৌধুরী, রহিম চৌধুরী, মোস্তফা সেলিম চৌধুরী, মোজাম্মেল চৌধুরী, মোস্তফা ইকবাল চৌধুরী, মোরশেদ চৌধুরী, শরিফ চৌধুরী, ছপি চৌধুরী, আওয়াল চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওদীঘি কে.এম. উচ্চ বিদ্যালয়ের এক্স-স্টুডেন্টস ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন, সহ-সভাপতি আবু সুফিয়ান, এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মো: হাসান আলী, ফোরামের উপদেষ্টা ও মাদার্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: ইব্রাহীম, যুগ্ম-সাধারন সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাবিবা নাজনীন চৌধুরী মুন্নী, সমাজকল্যাণ সম্পাদক ফরিদুল আলম, সহ-স্পন্সর বিষয়ক সম্পাদক মো: শাহজাহান, প্রকাশনা সম্পাদক জালাল উদ্দিন রুমি, জাতীয় দিবস উদযাপন বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম সোহাগ, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-আইন বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক নাঈম প্রমুখ।