রমজানে যেমন প্রস্তুতি মুসলিম বিশ্বের

বিশ্বজুড়ে শুরু হয়েছে রহমত, বরকত আর নাজাতের মাস মাহে রমজান। টানা একমাস মুসলিমরা দিনে সব রকম পানাহার থেকে বিরত থেকে মহান আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন। প্রতিটি দেশে দেশে মুসলিমরা এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে শুরু করেছেন রোজা রাখা। অনেক মানুষ ইবাদতে মগ্ন হচ্ছেন। বেশির ভাগ মুসলিম পবিত্র কোরআন তেলাওয়াত করছেন বেশি বেশি। কেউবা দাতব্য সংস্থায় দান করছেন। গরিব, দুঃখীদের মাঝে অন্ন, বস্ত্র, নগদ অর্থ দান করছেন। আর সন্ধ্যায় এশার নামাজের সঙ্গে আদায় করছেন তারাবি নামাজ। এ জন্য ফিলিস্তিনি একটি বালিকাকে দেখা গেছে জেরুজালেম ওল্ড সিটিতে অবস্থিত আল আকসা মসজিদ চত্বর বড়দের সঙ্গে পরিষ্কার করতে। ইন্দোনেশিয়াতে নারীরা দলবেঁধে আদায় করছেন তারাবি।

ইয়েমের রাজধানী সানায় গ্রান্ড মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন মুসলিমরা। রমজান উপলক্ষে মিশরের রাজধানী কায়রোতে বিচিত্র সব খেজুরের পসরা সাজিয়ে বসেছেন কেউ কেউ। মাহে রমজানকে স্বাগত জানিয়ে লেবাননের সিডনে শোকরানা র‌্যালি বের করেছে শিশুরা। ব্যস্ত হয়ে পড়েছে পাকিস্তানের করাচিতে সেমাই তৈরির কারখানাগুলো। সোমালিয়ার মোগাদিসুতে সমাহার করা হয়েছে বিপুল পরিমাণ তরমুজ। তবে সবকিছুর উপরে আছে মুসলিমদের আত্মশুদ্ধির দৃঢ় প্রত্যয়।