সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ

প্রথম ম্যাচে ১৮৩ রানের রেকর্ড গড়ে জয় তুলে নিয়েছেন বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে ৩৪৯ রান তোলে স্বাগতিকরা। এই ম্যাচে আয়ারল্যান্ডকে জিততে হলে নিশ্চিত ভাবে করতে হতো রান তাড়া করার বিশ্ব রেকর্ড। কিন্তু বেরসিক বৃষ্টি তা হতে দেয়নি। জবাব দিতে মাঠেই নামতে পারেনি সফরকারীরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের সুযোগ বঞ্চিত হয় টাইগাররা। তবে শেষ ওয়ানডে সেই সুযোগের অপেক্ষায় তামিম ইকবালের দল। আজ জিতলে আবারো দেশের মাটিতে সিরিজ জয়ে ফিরতে পারবে বাংলাদেশ। সবশেষ ৭ বছর পর তারা ঘরের মাঠে ইংল্যান্ডের বিপেক্ষ ওয়ানডে সিরিজ হারে। আইরিশদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ব্যাট করতে নেমে নিজেদের ওয়ানডে ক্রিকেটের ইতিাহসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ পায় স্বগতিকরা।

এবার দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জানিয়েছেন লেজের ব্যাটাররা আরও একটু ভালো করতে পারলে ওয়ানডেতে টাইগারদের ৪শ’ করারও সক্ষমতা আছে। তিনি বলেন, ‘সম্ভব (৪০০ রান), এতে কোনো সন্দেহ নেই। প্রথম ম্যাচে দু’জন ৯০ রান করে আউট হয়েছে। পরের ম্যাচে দু’জন করেছে ৭০ রান করে। মুশফিক অবশ্য ইনিংসটাকে বড় করেছে, ১০০ করেছে। আমরা ওই জুটিগুলোকে আরও গভীরে নিতে চাই। (তৃতীয় ম্যাচে) আয়ারল্যান্ডকে শেষ ১০ ওভারে নিতে চাই ৭ অথবা ৬ উইকেট হাতে রেখে। যেন আমরা আরও বেশি রান নিতে পারি।’ আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াবে দুপুর ২টা ৩০ এ। এ দিনও দুই দফা বৃষ্টির সম্ভবানা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস। তবে দ্বিতীয় ম্যাচে দিন যেমন হয়েছিল তেমন নয়। বৃষ্টি হলেও ম্যাচে বড় কোনো প্রভাব না ফেলার সম্ভাবনাই বেশি। তবে গতকালও সিলেটে বৃষ্টি হয়েছে। যে কারণে অনুশীলন ব্যাহত হয়েছে। সময় পরিবর্তন করে দুপুরে অনুশীলনে আসে বাংলাদেশ দল। এদিন অনুশীলনে ফিরেছে চলতি সিরিজে চোটাক্রান্ত অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার মাঠে ফেরা টাইগার শিবিরে অনেকট স্বস্তির খবর। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে সিরিজ জয় পেলে হয়তো শেষটি একাদশে বড় পরিবর্তনই দেখা মিলতো। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলে কথা। তিনি হয়তো একাদশে কিছু পরিবর্তন এনে আইরিশদের চমক দিতে চাইবেন। সেই সঙ্গে দেখে নিতে চাইবেন নিজেদের সাইড বেঞ্চের শক্তিও। অন্যদিকে দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব ও মুশফিক দুইজনই বর্তমানে অবস্থান করছেন ঢাকায়। ছেলের অসুস্থতার জন্য আগের দিন দল থেকে ছুটি নিয়ে ঢাকায় যান দ্বিতীয় ম্যাচের ঝড়ো সেঞ্চুরি হাঁকানো মুশফিক। তবে গতকাল রাতেই (বুধবার) ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন দলের একটি সূত্র। যদি মুশফিক না ফেরেন পারিবারিক কারণে তাহলে একাদশে পরিবর্তনও দেখা যেতে পারে। তবে সাকিব ঢাকায় এসেছিলেন বিমান বাংলাদেশের শুভেচ্ছা দূত হতে। জানা গেছে, তার ফেরা নিশ্চিত। তিনি আজ খেলবেনও। তাদের নিয়ে দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘মুশফিকের ছেলের শরীর খারাপ হয়েছিল হঠাৎ করে। সেজন্য ছুটি নিয়ে গিয়েছিল ঢাকাতে। আজকেই চলে আসছে। সাকিবও চলে আসছে আজই। আজকে কিন্তু অপশনাল প্র্যাকটিস ছিল। তাই সবাই আসেনি।’ অন্যদিকে ঐচ্ছিক অনুশীলনে সবচেয়ে সিরিয়াস ছিলেন অধিনায়ক তামিম ইকবাল। দল মাঠে আসার পর ব্যাটিং কোচ জেমি সিন্ডন্সকে সঙ্গে নিয়ে সরাসরি চলে গেছে নেটে। তাকে বল করেন দলের সেরা দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। এরপর এক থ্রোয়ারকে নিয়ে তামিমকে বল ছুড়তে থাকেন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। অধিনায়ক শেষ ৬ ইনিংসে কোনো ফিফটির দেখা পাননি। আইরিশদের বিপক্ষে দুই ম্যাচের মধ্যে তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৩ রানের ইনিংস। যে কারণে দলের বড় চিন্তার কারণ এখন অধিনায়কের রানে ফেরা।