কোর্ট হিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত

নগরের আদালত পাড়া- কোর্ট হিল এলাকায় অবৈধভাবে গড়ে তোলা দোকান বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় দুটি দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

সোমবার (১০ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন।

ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন জানান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে কোর্ট হিল এলাকায় অবৈধভাবে গড়ে তোলা দোকান বন্ধে অভিযান চালাই আমরা। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পরায় দুটি দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন, অভিযানে কোর্ট হিলে এলাকায় অবৈধ পার্কিয়ের দায়ে দুটি সিএনজি এবং একটি মাইক্রো গাড়ির চালককে জরিমানা করা হয়। এছাড়াও প্রকাশ্যে ধূমপানের দায়ে এক ধূমপায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়।