২০১৮-এর বিশ্ব সুন্দরীর মুকুট জিতে নিলেন মেক্সিকোর ভেনেসা পোনসে দে লিওন। তার মাথায় মুকুট পরিয়ে দেন ২০০১৭-এর বিশ্ব সুন্দরী ভারতের মানুশি চিল্লা।
শনিবার সন্ধ্যায় চীনের সানইয়াহ শহরের সানিয়া সিটি এরিনাতে শুরু হয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বিশ্বের ১১৮টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড হন ভেনিসা।
ভেনিসা হলেন ৬৮তম মিস ওয়ার্ল্ড। তিনি ১৯৯২ সালের ৭ মার্চ জন্মগ্রহণ করেন। ভেনিসা একজন মেক্সিকান মডেল। তিনিই হলেন প্রথম মেক্সিকান যিনি বিশ্ব সুন্দরীর মুকুট জিতে নিলেন। ৫ ফুট ৭ ইঞ্চি দীর্ঘ এই সুন্দরীর চোখ কালো আর চুল বাদামী রঙের।
এই সুন্দরী গুয়ানজাজুটো বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্যে ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি মানবাধিকার বিষয়ে ডিপ্লোমা করেছেন। ভেনিসা মিস মেক্সিকো হয়ে বিশ্ব সুন্দরীর মঞ্চে পা রাখেন।