রক্তক্ষরণেই বেশি মৃত্যু হয়েছে: স্বাস্থ্য মন্ত্রী

গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১২ জনই হাসপাতালে আসার আগে মারা গেছেন। এছাড়া এই ঘটনায় ১১২ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অনেকেই মাথায় বেশি আঘাত পেয়েছে। রক্তক্ষরণে বেশি মৃত্যু হয়েছে। কিছু মানুষের শরীর পুড়েও গেছে। এখন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি আছেন ৬৭ জন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।
মঙ্গলবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে হতাহতদের পরিদর্শনে এসে এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, আমরা ইমার্জেন্সি পদ্ধতির মাধ্যমে সকল ডাক্তার, নার্সসহ অন্যান্য কর্মকর্তাদের ডেকেছি। তারা এখন চিকিৎসা কার্যক্রম চালাচ্ছে। আমরা আশেপাশের হাসপাতালেও ব্যবস্থা রেখেছি।

ডাক্তাররা সেখানে প্রস্তুত আছেন। আমাদের এখানে জায়গার অভাব হলে পাশের বার্ন ইউনিটে রোগী রাখতে পারব। স্যার সলিমুল্লা মেডিকেলেও রোগী রাখতে পারব।
তিনি বলেন, বার্ন অ্যান্ড প্লাস্টিক ইইন্সটিটিউটে ৭ জন ভর্তি হয়েছে। তাদের ২-১ জনের ৮০ শতাংশ পুড়ে গেছে। তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। অনেকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। এখানে সার্বিকভাবে চেষ্টা করা হচ্ছে সবাইকে চিকিৎসা দিতে।