বঙ্গবন্ধু বে‌ঁচে থাক‌লে এ বাংলা‌দে‌শ আরও অ‌নেক দূরে এগিয়ে যেত

বৃহস্পতিবার (৬ জুন) সকাল থেকে নগরের দেওয়ানবাজার এলাকার নিজ বাসায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সবার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। চলে আপ্যায়নও। এ সময় তিনি ব‌লেন, জা‌তির জনক তখনই অর্থ‌নৈ‌তিক যে প্রবৃ‌দ্ধি অর্জন ক‌রে‌ছি‌লেন আমরা আজ পর্যন্ত তা পা‌রিনি। বঙ্গবন্ধু বে‌ঁচে থাক‌লে এ বাংলা‌দে‌শে অ‌নেক আগে মাল‌য়ে‌শিয়া-সিঙ্গাপুর‌কে টপ‌কে আরও অ‌নেক দূরে যেত।বঙ্গবন্ধুর রাজনী‌তি ছিল শো‌ষিত-নিপী‌ড়িত মানু‌ষের জন্য। বঙ্গবন্ধুর আদর্শ যারা বিশ্বাস ক‌রে তারা বিশ্বের নিপী‌ড়িত মানু‌ষের প‌ক্ষে দাঁড়া‌বে সেটাই স্বাভা‌বিক।

এর আগে বুধবার (৫ জুন) সকালে সুখ বিলাস জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন মন্ত্রী। পরে বাবার কবর জিয়ারত করেন তিনি। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ নির্বাচনি এলাকা রাঙ্গুনিয়ার নিজ বাড়ি ‘সুখ বিলাস’-এ ঈদের দিন স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন।

তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইমরুল করিম রাশেদ বলেন, সকাল থেকে রাত অবধি নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন মন্ত্রী। এসময় সবাইকে মিষ্টি, পায়েস, পোলাও দিয়ে আপ্যায়ন করা হয়।