রাউজানের নিউজ

রাউজানের দুর্গম পাহাড়ী এলাকা দিয়ে কারভর্তি করে নিয়ে যাচ্ছে মদ ধরা খেল জনতার হাতে

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের বৃকবানুপুর এলাকার অপর পাশে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ডাবুয়া পাড়া কচু,পাড়া চৌধুরী পাড়া । দুর্গম পাহাড়ী এলাকার উপর দিয়ে বেতবুনিয়া চায়েরী বাজার থেকে শুরু হওয়া বার্মাছড়ি পযন্ত বিস্তৃত সড়ক । সড়কটি দিয়ে চট্ট মেট্রো- গ- ১২- ২০৬২ নম্বরের একটি বিলাস বহুল কার ভর্তি করে গত ১ মার্চ বুধবার গভীর রাতে পাহাড়ী চোলাই মদ নিয়ে আসার সময়ে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের জানিপাথর এলাকার উপর দিয়ে শহীদ জাফর সড়ক দিয়ে আসার সংবাদ পেয়ে গভীর রাতে কারটি আটক করে স্থানীয় ইউপি মেম্বার ফিরোজ আহম্মদ, জাবেদ, জুয়েল সহ স্থানীয় জনতা । কারটি আটক করার পর গভীর রাতে কারের মধ্যে বসে থাকা মাদক ব্যবসায়ীরা কার থেকে নেমে পালিয়ে যায় । জনতা প্রাইভেট কারের চালক মোরশেদ আলম(২৭)কে সহ কারটি আটক করে। কারের মধ্যে তল্লাসী চালিয়ে বস্তাভর্তি ১শত ৮০ লিটার পাহাড়ী চোলাই মদ উদ্বার করে। স্থানীয় ইউপি মেম্বার ফিরোজ আহম্মদ বিষয়টি হলদিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামকে জানায় । হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার, রাউজান থানা পুলিশের একটি দল নিয়ে গতকাল ২মার্চ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে উপস্থিত হয় । রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের উপস্থিতিতে হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার, কারের চালক ও উদ্বার করা পাহাড়ী চোলাই মদ পুলিশের কাছে সোর্পদ করেন । এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুনকে ফোন করে জানতে চাইলে, রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন বলেন, মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার রাউজান থানা পুলিশের হেফাজতে রয়েছে । কার চালক মোরশেদ আলম সহ পাহাড়ী চোলাই মদ ব্যবসায়ীর বিরুদ্বে রাউজান থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে । জনতার হাতে আটক প্রাইঋেঁ কার চালক মোরশেদ আলম কুমিল্লা জেলার মোহন গঞ্জ থানার সাকচাইল বিপূলা বাজার এলাকার কালা মিয়ার পুত্র। বর্তমানে চট্টগ্রাম নগরীর পাচলাইশ থানার মোহাম্মদপুর ইসলামিয়্ াহাউজিং সোসাইটিতে বসবাস করেন ।

রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয় নির্মাণ কাজ শুরু

রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয় নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল ২ মার্চ বৃহস্পতিবার সকালে রাউজান পৌরসভার জলিল নগরে প্রেসক্লাবের স্থায়ী কার্যালয় নির্মাণ কাজের উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক নবীদুল আলম, অ্যাডভোকেট সাহেদ উল্লাহ জনি, যুবলীগ নেতা আবু ছালেক, ছাত্রলীগ নেতা মো. আসিফ, নাছির উদ্দীন, শ্রমিক নেতা জালাল উদ্দীন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি এম রমজান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন হাবিবী, সাবেক কর্মকর্তা কামরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, অর্থ-সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, সদস্য রতন বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া মুন্না প্রমুখ। উল্লেখ্য ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল রাউজান প্রেসক্লাব। সেই থেকে অস্থায়ী কার্যালয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর প্রচেষ্টায় স্থায়ী কার্যালয় নির্মাণের উদ্যোগ নেয়া হয়।