উলভসের বিপক্ষে টানা ৬ বছর ‘অপরাজিত’ লিভারপুল

২০২১-২২ মৌসুমে ইএফএল কাপ এবং এফএ কাপ জেতে লিভারপুল। রানার্সআপ হয় প্রিমিয়ার লীগে। চ্যাম্পিয়নস লীগের ফাইনালও খেলে ইয়ুর্গেন ক্লপের দল। গত সিজনে দাপট দেখানো অলরেডরা ধুঁকছে চলতি মৌসুমে। চ্যাম্পিয়নস লীগে শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হওয়া লিভারপুল প্রিমিয়ার লীগ টেবিলে রয়েছে ষষ্ঠ স্থানে। সবমিলিয়ে টানা দুই ম্যাচ জয়হীন অলরেডরা জয়ে ফিরেছে বুধবার রাতে। অ্যানফিল্ডে প্রিমিয়ার লীগের ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ২-০ গোলে হারায় স্বাগতিকরা। এই জয়ে ঘরের মাঠে উলভারহ্যাম্পটনের বিপক্ষে টানা ৬ বছর অপরাজিত রইলো লিভারপুল।

কাক্সিক্ষত গোলের দেখা পেতে ৭৩তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় লিভারপুলকে। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের ডেডলক ভেঙে দলকে লিড এনে দেন লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। ৭৭তম মিনিটে স্কোরলাইন ২-০ করেন মোহাম্মদ সালাহ।

সবশেষ ২০১৭ সালে এফএ কাপের ম্যাচে লিভারপুলের মাঠে ২-১ গোলের জয় পায় উলভারহ্যাম্পটন।

এই ৬ বছরে মোট ৬টি হোম ম্যাচ খেলে ৫ জয় পায় অলরেডরা। একটি ড্র হয়। তাছাড়া ১৯৭১ সালের ১৭ই আগস্ট থেকে ২০২৩ সালের ১লা মার্চ পর্যন্তÑ ৫২ বছরে সবমিলিয়ে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে মোট ২২টি হোম ম্যাচ খেলেছে লিভারপুল। তাতে ১৯ জয়ই অলরেডদের। তিন জয় উলভসের। ২০১৭ সালের আগে ২০১০ সালে অ্যানফিল্ডে লিভারপুলকে ১-০ গোলে হারায় উলভস। এর আগে ১৯৮৪ সালে ১৪ই জানুয়ারি লিভারপুলের মাঠে ১-০ ব্যবধানেই জয় পেয়েছিল ওয়ান্ডারাররা।
চলতি মৌসুমে ২৪ ম্যাচে ১১ জয় ও ৬ হারে ৩৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লীগ টেবিলের ছয়ে লিভারপুল। ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চদশ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫৫।