চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে স্থাপিত কোভিড-১৯ টেস্টিং ল্যাব এর চবি কোভিড সেনানীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান ২৮ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১০ টায় চবি উপাচার্য দপ্তরের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অনুষ্ঠানে চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে বক্তব্য রাখেন। কোভিডকালীন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে স্থাপিত কোভিড-১৯ টেস্টিং ল্যাবের সেবা কার্যক্রমের বিভিন্ন অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন চবি জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান, চবি প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. দ্বৈপায়ন সিকদার ও প্রফেসর ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এবং চবি জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রফেসর ড. লায়লা খালেদাসহ সম্মাননা প্রাপ্ত শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে কোভিড যোদ্ধাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘দেশ-জাতির দুঃসময়ে চবির সম্মানিত শিক্ষক-গবেষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী, কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুুঁকি নিয়ে মানুষের জীবন বাঁচাতে যেভাবে এগিয়ে এসেছেন তা অত্যন্ত প্রশংসনীয়’। মানবতার সেবায় তাঁদের এ অবদান বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে। পরে মাননীয় উপাচার্য চবির কোভিড সেনানীদের সনদ ও সম্মাননা স্মারক প্রদান করেন।











