‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩ উপলক্ষে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ১২ টায় এক বর্ণাঢ্য র্যালি চবি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন এবং সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি পরিসংখ্যান বিভাগের সভাপতি প্রফেসর মোঃ রোকনুজ্জামান এবং উক্ত বিভাগের প্রফেসর মোঃ এমদাদুল হক। র্যালিতে চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, চবি পরিসংখ্যান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক বিজ্ঞানমনস্ক মানবসম্পদ উৎপাদনে চবি শিক্ষক-গবেষকসহ সংশ্লিষ্ট সকলকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে। অভীষ্ট লক্ষ্য অর্জনে সকলকে স্ব স্ব দায়িত্বের প্রতি নিষ্ঠাবান থেকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।











