খুলশীতে ঘরে মিললো হাত-পা বাঁধা মরদেহ

খুলশী এলাকার একটি বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে খুলশী থানাধীন টাইগারপাস কুয়ারপাড় এলাকায় একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খুলশী থানার ওসি (তদন্ত) শহিদুর রহমান জানান, এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ পাওয়া গেছে। তার নাম পরিচয় পাওয়া যায়নি।

মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।