চবি সংস্কৃত বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ^বিদ্যালয় সংস্কৃত বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২৬ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ১২:০০ টায় চবি কলা ও মানববিদ্যা অনুষদের ২ নং গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক। চবি সংস্কৃত বিভাগের সভাপতি জনাব রাজপতি দাশ এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উক্ত বিভাগের প্রফেসর ড. সুপ্তিকণা মজুমদার, সহযোগী অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেব নাথ ও প্রভাষক জনাব পবিত্র কুমার হীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত বিভাগের শিক্ষার্থী সুজন দাশ।
মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের স্বাগত এবং বিদায়ীদের অভিনন্দন জানান। তিনি নবীনদের উদ্দেশ্যে বলেন, জ্ঞান আহরণ ছাড়া ক্যরিয়ার গড়া সম্ভব নয়। শিক্ষার্থীরা সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে সম্মানিত শিক্ষকদের আদেশ-উপদেশ মেনে নিরবচ্ছিন্নভাবে জ্ঞান আহরণে ব্রতী হবেন মর্মে মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি তাঁর বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের সফল কর্মময় জীবন কামনা করেন।