চবি উপাচার্যের সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিবের সৌজন্য সাক্ষাৎ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব (ক্রীড়া) জনাব মোশারফ হোসেন মোল্লা ২৬ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ১:৩০ টায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, চবি নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন, চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম, জনাব অরূপ বড়ুয়া ও জনাব হাসান মুহাম্মদ রোমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জনাব মোশারফ হোসেন মোল্লা পূর্বাহ্নে চবি ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগে অনুষ্ঠিত সেমিনারে ’Management of Sports and Physical Education : Contemporary Issues’’, ‘Scope of Job Opportunities in the Sports and Physical Education Sector of Bangladesh’ Ges ‘Sports for Development Cooperation and Peace’ শীর্ষক ৩টি বিষয়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।