চবিতে শীর্ষকÔFuture of Business Executives in Global Perspective’ সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ব্যুরো অব বিজনেস রিচার্স এবং চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি প্রবর্তিত বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স-এর যৌথ উদ্যোগে ÔFuture of Business Executives in Global Perspective’ শীর্ষক এক সেমিনার ০১ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১০:৩০ টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোঃ হেলাল উদ্দিন নিজামী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন Indian Institute of Management, Kozhikode এর প্রফেসর ড. অভিলাষ এস নায়ার। চবি ব্যুরো অব বিজনেস রিচার্স এর চেয়ারম্যান প্রফেসর ড. বিধান চন্দ্র মজুমদার এর সভাপতিত্বে এবং পরিচালক প্রফেসর ড. এস. এম. শোহারাবুদ্দীন এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যুরো অব বিজনেস রিচার্স এর সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন এবং বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স ট্রাস্ট এর পরিচালক জনাব ওমর মোক্তাদির।
মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। একইসাথে একটি যুগোপযোগী সেমিনার আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শিল্প, বাণিজ্য, অর্থনীতি ইত্যাদি ক্ষেত্রে দ্রুত পরিবর্তনশীল বিশে^র চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হলে দক্ষ মানবসম্পদ সৃষ্টি এখন সময়ের দাবী। এ দাবী পূরণে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক-গবেষকবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এ ছাড়াও দেশে ও আন্তর্জাতিক পরিমন্ডলে শিল্প-বাণিজ্যসহ বিভিন্ন সেক্টরে চবি ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা যথেষ্ট স্থান করে নিয়েছে। এ ধারা অব্যাহত রেখে আমাদের প্রিয় শিক্ষার্থীদের অধিকতর সক্ষম করে গড়ে তুলতে মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) সকলকে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার আহবান জানান।