নিষিদ্ধ ‘গ্রেট হোয়াইট শার্ক’ খেয়ে ১৫ লক্ষ টাকা জরিমানার মুখে চীনা ফুড ব্লগার

অবৈধভাবে একটি ‘বিপন্নপ্রায়’ সাদা হাঙর কিনে সেটিকে রান্না করে খাওয়ার ভিডিও তৈরি করে ১৮ হাজার ৫০০ ডলার জরিমানার মুখে একজন চীনা ফুড ব্লগার। ব্লগারের নাম জিন মাউমু, যিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টিজি নামে পরিচিত। ইন্ডিপেনডেন্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে- নানচং কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করে জানায় যে, জিন মাউমু ২০২২ সালের এপ্রিলে দুর্দান্ত এই সাদা হাঙরটি কিনেছিলেন এবং গত বছরের জুলাই মাসে তিনি এটিকে রান্না করে খেয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। ভিডিওটি, যেটি Douyin (চীনের টিক-টক অ্যাপ্লিকেশন) পোস্ট করা হয়েছিল তা “গণপ্রজাতন্ত্রী চীনের বন্য প্রাণী সুরক্ষা আইন” লঙ্ঘন করেছে। এটিও বলা হয়েছে যে একটি সাদা হাঙরকে মেরে ফেলার জন্য ৫ থেকে ১০ বছরের জেল হতে পারে। ভিডিওতে একটি দোকানের সামনে প্রায় ছয় ফুট লম্বা মৃত হাঙরের সঙ্গে পোজ দিতে দেখা যায় ব্লগারকে। প্রাণীটির মাথা দিয়ে স্ট্যু তৈরি করেন টিজি এবং দেহটি দু-টুকরো করে মশলা মাখিয়ে গ্রিল করে খেয়ে ফেলেন । দাঁত দিয়ে মাংস ছিঁড়ে খেতে খেতে টিজিকে বলতে দেখা গেছে , ‘দেখতে খারাপ হলেও এটার মাংস খুব নরম।’ জানা গেছে, একটি অনলাইন শপিং ওয়েবসাইট আলিবাবার তাওবাও থেকে ৭ হাজার ৭০০ ইউয়ান দিয়ে হাঙরটি কিনেছিলেন টিজি। কেনা হাঙরটির ডিএনএ পরীক্ষার পর পুলিশ জানতে পারে এটি বিরল সাদা হাঙর । সিবিএস নিউজ অনুসারে, মৎসজীবী এবং যে ব্যবসায়ী টিজিকে হাঙরটি বিক্রি করেছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড বিশাল সাদা হাঙরকে একটি “বিপন্নপ্রায় ” প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে। চীন ২০২০ সালের ফেব্রুয়ারিতে বন্য প্রাণী ক্রয়, বিক্রয় এবং ভক্ষণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে ।