চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠ সহ নগরীর ১৬৪টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, মন্ত্রী, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, আওয়ামীলীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিভিন্ন শ্রেণি ও পেশার বিশিষ্ট জন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠের প্রথম ও প্রধান জামাতে শরীক হন। আজ বুধবার, অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতরে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ্’র পেশ ইমাম হাফেজ মৌলানা আহমুদুল হক । সকাল ৮ টায় অনুষ্ঠিত এ জামাতে বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপ মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন, সাবেক মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বি এস সি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাবেক মন্ত্রী,জাফরুল ইসলাম চৌধুরী,সাবেক মেয়র মাহামুদুল ইসলাম চৌধুরী,মীর নাছির উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও উর্ধ্বতন কর্মকর্তা সহ সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি ও পেশার নাগরিকগণ ঈদ জামাতে উপস্থিত ছিলেন। জামাত শেষে অনুষ্ঠিত মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উন্মার শান্তি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এ ছাড়াও একই স্থানে দ্বিতীয় ঈদ জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়। এ দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ মাঠে ঈদ জামাত শেষে কদম মোবারক এতিমখানা ও মসজিদ সংলগ্ন কবরস্থানে এসে পিতা ও আত্মীয়-স্বজনের কবর জেয়ারত শেষে মায়ের দোয়া নিয়ে নগরীর বিভিন্ন শ্রেণি ও পেশার নাগরিকদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।