রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল অসুস্থ হয়ে ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে আসার পর গতকাল ৪ জুন মঙ্গলবার বিকালে রাউজানে এয়াসিন নগরস্থ তার বাসভবনে ফিরে আসে । অসুস্থ উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুলকে দেখতে রাজনৈতিক নেতৃবৃন্দ্ব সহ সকল শ্রেণী ও পেশার মানুষ তার বাড়ীতে ভীড় করে । অসুস্থ উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুলকে দেখতে আসা লোকজনকে ইফতার ও ইফতার শেষে তাদের খাওয়ার আয়োজন করেন । গতকাল ৪ মে মঙ্গলবার দিবাগত রাতে অসুস্থ উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুলকে দেখতে আসেন তাদের মধ্যে হলেন আওয়ামী লীগ নেতা রুনু ভট্টচার্য্য, মুছা, রাউজান উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী রাশেদ, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিউল আলম, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিপলু সহ যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা ।