বলিউডে আলো জ্বালিয়েছে শাহরুখ খানের পাঠান, আলো নিভেছে টলিউডের

ছবি রিলিজের দ্বিতীয়দিনে শাহরুখ খানের পাঠান সারা দেশে ৬৫ কোটি টাকার ব্যবসা করে নতুন নজির স্থাপন করলো। প্রথম দিনই ৫৭ কোটির ব্যবসা করে ওয়ার ছবিটিকে পিছনে ফেলে দেয় পাঠান। ট্রেড জার্নাল জানাচ্ছে যে, বলিউডে আবার আশার আলো জাগিয়েছে পাঠান। আবার এই ছবির মাধ্যমেই শাপমুক্তি হবে বলিউডের। কিন্তু ট্রেড জার্নাল যে কথা বলেনি তা হলো পাঠানের জন্য টলিউড বিপন্ন। বিশিষ্ট পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এই বিষয়ে প্রথম মুখ খোলেন। পাঠান-এর ডিস্ট্রিবিউটরদের শর্ত ছিল-পাঠান যে সিঙ্গেল স্ক্রিন অথবা মাল্টিপ্লেক্সে দেখানো হবে সেখানে আর অন্য কোনও ছবি দেখানো যাবে না। বাংলা ছবিও দেখানো যাবে না। এর ফলে বহু বাংলা ছবির রিলিজ আটকে গেছে। বিপন্ন বাংলা ছবি।

টলিউড-এর এক বিশিষ্ট অভিনেতা, গায়ক, পরিচালক অঞ্জন দত্ত বলেছেন, বাংলা ছবিকে ভাতে মারা হচ্ছে। সরব হয়েছে বাংলা ইন্ডাস্ট্রির অন্য কলাকুশলীয়। ডিস্ট্রিবিউটরদের বক্তব্য, বাংলা ছবি ইদানিং পয়সা দিচ্ছে না। বলিউডের একটি ছবি তাদের প্রাণ রক্ষা করছে। তাতে আপত্তির কী? বাংলা ইন্ডাস্ট্রির আপত্তি নেই পাঠান চলায়। তাদের আপত্তি অন্য জায়গায়- পাঠান চললে অন্য ছবি দেখানো যাবে না- এই শর্তটি নিয়ে।