স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান ও যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ সহ নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ ২৫ জানুয়ারি (বুধবার) বিকেলে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি কাজীর দেউরি মোড় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মঈনুদ্দিন রাশেদ, হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়া, এম.আবু বক্কর রাজু, গোলাম সরোয়ার,আনোয়ার হোসেন এরশাদ, সহ-সাধারণ সম্পাদক আকতার হোসেন,সাজ্জাদ হোসেন, দিদার হোসেন, সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ ,জাকির হোসেন, মোকলেছুর রহমান,আব্দুল মান্নান, মো. হাসান, মো.আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক ইসহাক খান, নাছির উদ্দিন, সাইফুল আলম দিপু,সাহিত্য সম্পাদক লুৎফর রহমান জুয়েল,তথ্য বিষয়ক সম্পাদক নুর আলম,সহ- শিক্ষা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ নিজাম, সহ-পরিবার কল্যান বিষয়ক সম্পাদক জাকির হোসেন মিশু,সদস্য মো. রাজীব, বায়েজিদ থানা আহবায়ক আলতাফ হোসেন,পতেঙ্গা থানা আহবায়ক জাহাঙ্গীর আলম, ইপিজেড থানা আহবায়ক ইউসুফ সুমন,খুলশী থানা আহবায়ক রায়হান আলম, চান্দগাঁও থানা আহবায়ক সাজিদ হাসান রনি, ডবলমুরিং থানা আহবায়ক আকতার হোসেন বাবলু,কোতোয়ালি থানা আহবায়ক এন মোহাম্মদ রিমন, আকবর শাহ থানা আহবায়ক হাসান মাহমুদ,বন্দর থানা আহবায়ক রিয়াজ উদ্দিন রাজু, বাকলিয়া থানা আহবায়ক মো. দুলাল মিয়া, চকবাজার থানা আহবায়ক রিদওয়ানুল হক রিদু, ডবলমুরিং থানা সদস্য সচিব নোমান সিকদার সোহাগ, চান্দগাঁও থানা সদস্য সচিব মো. শহীদুজ্জামান, আকবর শাহ থানা সদস্য সচিব তৌসিফ আহমেদ চৌধুরী, বন্দর থানা সদস্য সচিব আরমান শুভ, বাকলিয়া থানা সদস্য সচিব শামীম আহমেদ, হালিশহর থানা সদস্য সচিব মো. মুরাদ, বায়েজিদ থানা সদস্য সচিব কাজী মহিউদ্দিন,থানা যুগ্ম আহবায়ক আবু সালেহ আবিদ, মো. পারভেজ, জসিম উদ্দিন, সজল বড়ুয়া, জহুরুল ইসলাম জহির, জাহাঙ্গীর আলম,দেলোয়ার হোসেন খোকা, মনজুর আলম, আনিস রহমান,আরিফুর রহমান হিরু, মো. জামশেদ, নবী হোসেন, মো. সোহেল, মো. ওসমান, সাদ্দাম হোসেন, সাইফুল ইসলাম, সাইফুদ্দিন সহ নেতৃবৃন্দ।
  মিছিল পূর্বে বক্তরা বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতিতে জনগণ আজকে দিশেহারা। সরকারের সিন্ডিকেটের কারণে এই অবস্থা হয়েছে। সরকার জনগণের কথা চিন্তা না করে বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। জনগণ এখন এই সরকারের পাশে নেই।  বিএনপি ,যুবদল,স্বেচ্ছেসেবক দলের নেতাকর্মীদের বিরোদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করা হচ্ছে। পুলিশ দিয়ে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না। কারণ এই আন্দোলন দেশ বাঁচানোর, এই আন্দোলন দেশের মানুষকে মুক্ত করার। ভোট ও ভাতের অধিকার আদায়ে সারাদেশে জনগণের যে বাধ ভাঙ্গা জোয়ার সৃষ্টি হয়েছে, পুুলিশ ও দলীয় ক্যাডার বাহিনী দিয়ে তা রুখা যাবেনা।
বক্তরা অভিলন্বে ১৬ জানুয়ারী  কাজিরদেউরি ঘটনায় স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান ও যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ সহ নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।