চবি সাংস্কৃতিক জোট এর উদ্যোগে দিনব্যাপি ‘পিঠা উৎসব’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ^বিদ্যালয় সাংস্কৃতিক জোট এর উদ্যোগে চবি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ২২ জানুয়ারি ২০২৩ দিনব্যাপি ‘পিঠা উৎসব ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯:০০ টায় এ পিঠা উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এ সময় চবি নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নাসির উদ্দিন, পিঠা উৎসবের আহবায়ক রায়হান সুমন, সদস্য-সচিব শুভ্রা চক্রবর্তী এবং সাংস্কৃতিক জোট এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পিঠা-পুলি উৎসব আবহমান বাংলার সংস্কৃতির একটি অংশ। এ উৎসব আয়োজনের মাধ্যমে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ, লালন ও চর্চার পাশাপাশি নতুন প্রজন্মের সন্তানেরা পিঠা-পুলি সম্পর্কে একটি ধারণা লাভ করবে। মাননীয় উপাচার্য ঐতিহ্যবাহী সংস্কৃতির এ ধারা নিয়মিত অব্যাহত রাখার জন্য আয়োজকবৃন্দকে আহবান জানান। পরে মাননীয় উপাচার্য বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এ উৎসবে চবি সাংস্কৃতিক সংগঠন অঙ্গন, চবি আবৃত্তি মঞ্চ, প্রথমআলো বন্ধুসভা, লোকজ সাংস্কৃতিক সংগঠন এবং রঁদেভু শিল্পী গোষ্ঠী অংশগ্রহণ করে। এ উপলক্ষে বিকালে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।