পাটুরিয়া ঘাটে ক্রমশ চাপ বাড়ছে যাত্রীর

পাটুরিয়া ঘাটে ক্রমশ চাপ বাড়ছে যাত্রীর। দফায় দফায় হচ্ছে বৃষ্টি। এ জন্য সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ থাকছে মাঝে মাঝে। ফলে ঘাটে ২০টি ফেরি থাকা সত্ত্বেও দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। ঘাটে বড় কোনো গাড়ির তেমন চাপ নেই। এ জন্য ফেরিতেই পাড় হচ্ছেন লঞ্চের বেশির ভাগ যাত্রী। তবে পাটুরিয়া ঘাটে পাড়াপাড়ের অপেক্ষায় আছে প্রায় দু’শত হালকা ও ছোট গাড়ি। যানজট রোধে সবধরণের প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ।

কোনো ধরণের যানজট হবে না বলে মিডিয়াকে জানিয়েছেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম। যাত্রী হয়রানি বন্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস। ইতিমধ্যে এসি লিংক নামের একটি পরিবহনকে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেওয়ার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও খাবারের দাম বেশি রাখার দায়ে দুটি ফেরির ক্যান্টিনের ইজারাদারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেছেন, নৌপথে ২০টি ফেরি এবং ৩৪টি লঞ্চ সচল থাকায় যাত্রী ও যানবাহন পারাপারে কোনো সমস্যা হচ্ছে না।