ডা. শাহাদত হোসেন এর ঈদের শুভেচ্ছা

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক
সম্পাদক ডা. শাহাদত হোসেন এক বিবৃতিতে বলেছেন, দেশ আজ গভীর সংকটে। দেশে
আইনের শাসন নেই। গণতন্ত্র নেই। কথা বলার স্বাধীনতা নেই। ফলে কোন মানুষ আজ
ভাল নেই। গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ হচ্ছে মানুষের ভোটাধিকার,
গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। এই অবৈধ সরকার বিএনপির চেয়ারপার্সন
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনৈতিকভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে দীর্ঘ
১৬ মাস কারান্তরীণ করে রেখেছে। বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে এই
দেশের মানুষের গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন এবং জনগণের অধিকার
প্রতিষ্ঠিত হবে। ঈদের আগেই বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা
জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবী জানান। তিনি চট্টগ্রামবাসীসহ
চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের বিগত নির্বাচনে কারান্তরীণ থাকাবস্থায় যে সকল
নেতাকর্মী জেলা জুলুমের মাধ্যমে নির্যাতিত হয়েছেন এবং চট্টগ্রামের
সর্বস্তরের জনসাধারণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।