রাঙ্গামাটি সড়কে অতিরিক্ত ভাড়া, ৫ বাসের ২১ হাজার টাকা জরিমানা

ঈদকে কেন্দ্র করে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে চলাচলরত যাত্রীবাহি বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বাসের চালক ও হেলপারেরা । অপরদিকে ঈদকে কেন্দ্র করে রাউজানের বিভিন্ন সড়কে ও চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে চলাচলকারী সিএনজি অটোরিক্সা অতিরিক্ত ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে । রাউজানের বিভিন্ন এলাকার লোকজন অভিযোগ করে বলেন ঈদকে কেন্দ্র করে পুর্বের ভাড়ার চেয়ে দ্বিগুন হারে ভাড়া আদায় করছে সিএনজি অটোরিক্সা চালকেরা । আজ ৪ মে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে রাউজান ও রাঙ্গামাটিতে যাওয়ার সময়ে রাউজানের মুন্সির ঘাটা ও জলিল নগর বাস ষ্টেশনে যাত্রীবাহি ৫টি বাস পুলিশের সহায়তায় থামিয়ে বাসে উঠে রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট জেনায়েদ কবির সোহাগ বাসের যাত্রীদের কাছে জিজ্ঞাসা করলে যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ করে । রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট জেনায়েদ কবির সোহাগ ৫টি বাসের চালক থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অপরাধে ২১ হাজার টাকা জরিমানা আদায় করে ।