মাদকের মামলায় যুবকের যাবজ্জীবন

কর্ণফুলী থানার মাদক মামলায় মো. তানভীর (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১১ জানুয়ারি) ৫ম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত এ রায় দেন।

রায়ের সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর রুমালিয়াছড়া বোরহান মাস্টার বাড়ির মো. মফিদুল আলমের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বলেন, মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মো. তানভীরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সেইসঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের দেওয়া হয়। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা থেকে ২০২০ সালের ১২ সেপ্টেম্বর মো. তানভীরকে আটক করে র‌্যাব-৭। এসময় তার শরীরে তল্লাশি করে ৪৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাব-৭ এর তৎকালীন হাটহাজীর ক্যাম্পের ডিএডি মো.সিরাজুল ইসলাম বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন। ২০২১ সালের ১৪ ডিসেম্বর আসামির বিরুদ্ধে আদালতে চার্জগঠন করা হয়। এই মামলায় আদালতে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।