পুলিশ এখনো কোন ক্লু পয়য়নি, কাপ্তাইয়ে বিস্ফোরণে পিতা-পুত্র নিহতের ঘটনায় শোকের ছায়া

কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাই হ্রদ সংলগ্ন বাদশা মিয়া টিলায় বিস্ফোরণের ঘটনায় নিহত একই পরিবারের বাবা ও ছেলের নিহতের ঘটনায় পুলিশ এখনো কোন ক্লু পায়নি। এছাড়া মর্মান্তিক এই ঘটনায় সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (৮ জানুয়ারী) নিহত মোঃ ইসমাইল মিয়ার বাড়িতে গিয়ে দেখা গেছে, বিস্ফোরণের ঘটনায় বিছিন্ন হয়ে পড়ে আছে সবকিছু। বিস্ফোরণ হওয়া রান্না ঘরের এখানে সেখানে এখনো রক্তের ছাপ রয়েছে। এখনো চা এবং ভাত রান্না করার চাউল পড়ে আছে রান্না ঘরে। এই রান্না ঘরেই চা বানাতে চুলায় আগুন জ্বালানোর পরই ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানা গেছে। এতে ঘরের মালিক মোঃ ইসমাইল হোসেন (৪৫) ও তার শিশু পুত্র রিফাত (৬) ঘটনাস্থলে মৃত্যুবরণ করলেও ভাগ্যক্রমে বাসায় না থাকায় তার মেয়ে ইসরাত জাহান ফারিয়া (৭) প্রাণে বেঁচে যায়। ফারিয়া স্থানীয় দারুল আরকাম মাদরাসার ২য় শ্রেণীর ছাত্রী। এছাড়া বিস্ফোরণের ঘটনায় তার স্ত্রী মোছাঃ সখিনা বেগম (৩৫) গুরুতর অগ্নিদদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। নিহত ইসমাইল মিয়ার প্রতিবেশী মোঃ শহীদুল জানান, আমরা মসজিদে নামাজ পড়ার সময় বিকট একটি শব্দ শুনতে পাই। পরে এসে দেখি মানুষের আহাজারি ও ঘরের ভিতরে থাকা ইসমাইলের স্ত্রী কান্না করছে। ঘরের দরজা বন্ধ থাকায় আমরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখি, ইসমাইল ও তার ছেলে বিস্ফোরণে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সাথে সাথে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। আরেক প্রতিবেশী রুমানা জানান, ঘটনার দিন গত রবিবার সকালেও ইসমাইলের বৌ সহ তিনি জীবতলি এলাকায় গিয়েছিলেন গরুর ঘাস সংগ্রহ করতে। সেখানে তারা একটি লাল বল জাতীয় বস্তু দেখতে পায়। যেটি ইসমাইলের বউ খেলার বস্তু ভেবে ছেলের জন্য নিয়ে আসে। এলাকাবাসী ধারনা করছে ওই বস্তুটিই হয়তো বিস্ফোরিত হয়েছে। এদিকে, সোমবার ঘটনাস্থলে গিয়ে আরও দেখা যায়, তদন্তকারী সদস্যরা ওই ঘর থেকে কিছু লোহার ক্লিপ সংগ্রহ করেছে। কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহীনুর রহমান জানান, তদন্ত টিম বিস্ফোরণের কারণ খুঁজতে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারীত জানা যাবে। এবাাপারে কাপ্তাই এএসপি সার্কেল রওশন আরা রব জানান, কি কারণে বিস্ফোরণ হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত চলছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। তিনি আরও জানান, সৃষ্ট ঘটনায় কোন মামলা হয়নি। আইনী প্রক্রিয়া চলছে। অপরদিকে ময়নাতদন্তের পর সোমবার বিকাল ৫টায় জানাযা শেষে বাদশা মাঝির টিলায় নিহত পিতা-পুত্রকে দাফন করা হয়। উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যা প্রায় সাড়ে ৬টায় কাপ্তাই হ্রদ সংলগ্ন বাদশা মাঝির টিলায় নৌকার মাঝি মোঃ ইসমাইল মিয়ার বসত ঘরে হঠাৎ ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোঃ ইসলাইল মিয়া(৪৫) ও তার পুত্র মোঃ রিফাত(৭) নিহত হয়। এঘটনায় আহত হয় নিহত ইসমাইলের স্ত্রী সখিনা বেগম(৩৫)। গুরুতর আহত অবস্থায় সখিনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। **ছবির ক্যাপসনঃ যে রান্না ঘরে বিস্ফোরণ হয় সেই রান্না ঘর। এবং জব্ধ করা৷ লোহার আলামত।