ডমিঙ্গোর বদলি নয়া দুই কোচ

একদিন আগেই নাজমুল হাসান পাপন কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে সন্তোষ প্রকাশ করেন। অন্য যে কোনো কোচের চেয়ে পারফরম্যান্স বিবেচনায় বিসিবি প্রধান এগিয়েও রাখেন প্রোটিয়া কোচকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির কথাতে মনে হচ্ছিল টাইগারদের প্রধান কোচের লাইফলাইন মনে হয় বাড়ছে আবারো। তবে গতকাল জানা যায় টাইগারদের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘সে (ডমিঙ্গো) পদত্যাগ করেছে। গতকাল রাতে আমাদের সিইওকে একটা চিঠি দিয়েছে পদত্যাগের ইমিডিয়েট ইফ্যাক্ট। এখানে কোনো কারণ দেখায়নি, সে বিসিবিকে ধন্যবাদ জানিয়েছে, বোর্ড তাকে যে সাপোর্ট দিয়েছে এরজন্য। বাংলাদেশ দলকে উইশ করেছে যেন ভবিষ্যতে ভালো ক্রিকেট খেলতে পারে। চুক্তি অনুযায়ীই তার সঙ্গে সব ক্লোজ করা হবে।’ বলার অপেক্ষা রাখে না অনেক নাটকীয়তা আলোচনা-সমালোচনার পর বাংলাদেশের প্রধান কোচের অধ্যায় শেষ হলো এই কোচের সঙ্গে।

প্রায় সাড়ে তিন বছর টাইগারদের দায়িত্বে ছিলেন দক্ষিণ আফ্রিকান সাবেক এই ক্রিকেটার। ডমিঙ্গোর বিদায়ে তিন ফরম্যাটে নয়া দুই কোচ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। অবশ্য ভারত সিরিজ শেষ হওয়ার পর থেকে গুঞ্জন ছিল রাসেল ডমিঙ্গোর বিদায়ের বিষয়টি। কিন্তু বিসিবি সভাপতির বক্তব্যে এ নিয়ে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। এবার প্রশ্ন কে হচ্ছেন টাইগারদের নয়া প্রধান কোচ! এ বছর বিপিএল দিয়ে মাঠের খেলা শুরু করবে জাতীয় দলের ক্রিকেটাররা। এটি শেষ হলেই নতুন বছর দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ১লা মার্চ এই সিরিজ শুরু হবে। এই সফরে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংলিশরা। তার আগেই নতুন কোচ পাওয়া যাবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘অবশ্যই দেখতে পাবেন (নতুন কোচ)। ইংল্যান্ড সিরিজের আগে আমাদের এখন যাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে তাদের মধ্যেই কেউ একজন হয়তো দায়িত্ব নেবে। এখন ফাইনাল না হওয়া পর্যন্ত নাম উল্লেখ করতে চাচ্ছি না। আগে ফাইনাল হোক, তারপর ডিসক্লোজ করবো। হয়তো দুজন কোচকে দেখা যাবে।’ এবার একজন নয় দু’জন প্রধান কোচ নিয়োগ দিবে বিসিবি। একজনের দায়িত্বে থাকবে টেস্ট ও ওয়ানডে। অন্য জনের টি-টোয়েন্টি। এ বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভরগের প্রধান বলেন, ‘দুজন আলাদা কোচ দেখা যাবে। ওয়ানডে-টেস্টে একজন। টি-টোয়েন্টিতে আরেকজন। এটা বলতে পারেন। আমাদের আগেই প্ল্যান ছিল টি-টোয়েন্টিতে আলাদা কোচ রাখবো। বোর্ড প্রেসিডেন্টও আগে এটা বলেছেন। উনি এটাও বলেছেন লম্বা সময় চিন্তার জন্য, কোচিং সিস্টেমটা একটা ট্র্যাকে আনার জন্য পারফরম্যান্স ম্যানেজার নিয়োগ দেবে। সে বাংলাদেশের ওভার অল ক্রিকেট নিয়ে কাজ করবে। এবং সে আমাদের ক্রিকেটকে ওয়ে ফরোয়ার্ড দেখিয়ে দেবে, লম্বা সময়ের জন্য পরিকল্পনা দেবে যে এই ট্র্যাকে চলা উচিত। সে ধরনের হাই পারফরম্যান্স ডিরেক্টর নিয়োগ দেওয়ার চিন্তা আছে, বোর্ড প্রেসিডেন্ট এটা নিয়ে কনসার্ন। কয়েকজনের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। এটাও ফাইনাল হলে জানাবো। আলাদা কোচের কার কী ভূমিকা হবে সেটাও ঠিক করা হবে।’বিসিবি এবার ৫ বছরের পরিকল্পনার কথা ভাবছে, এমন ইঙ্গিতই জালাল ইউনুসের কন্ঠে। তিনি বলেন, ‘অবশ্যই। আমরা চেষ্টা করছি বাংলাদেশের ক্রিকেট আগামী পাঁচ বছর ঠিক ট্র্যাকে থাকে যেন।’ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। বর্তমান চুক্তির মেয়াদ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত থাকলেও আগেই সরে গেলেন তিনি। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বিসিবির সঙ্গে সম্পর্কে ফাটল ধরতে শুরু করে ডোমিঙ্গোর। যখন সংক্ষিপ্ততম ফরম্যাটে স্কটল্যান্ডসহ সব ম্যাচ হেরে তলানিতে পৌঁছে যায় বাংলাদেশ। কিন্তু নানা কারণে তার সঙ্গে সম্পর্কের ইতি টানতে পারেনি বিসিবি। কারিগরি উপদেষ্টার মোড়কে শ্রীধরন শ্রীরামকে টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়ার পর ডমিঙ্গোকে পদ থেকে সরানো হয়। বিভিন্ন সময়ে স্পষ্ট করেই ডমিঙ্গো বলেছেন যেভাবে টি-টোয়েন্টি সেট আপ থেকে তাকে সরিয়ে দেয়া হয়েছিলো তাতে সন্তুষ্ট নন তিনি। তার অধীনে ২২টি টেস্ট খেলেছে বাংলাদেশ দল, এর মধ্যে পেয়েছে তিনটি জয়, ১৭ হারের সঙ্গে ড্র এসেছে কেবল দুই ম্যাচে। এর মধ্যে ছিল নিউজিল্যান্ডকে তাদের মাটিতে টেস্ট হারানোর মতো ঘটনাও। সবচেয়ে বেশি সাফল্য ওয়ানডেতে। ৩০ ওয়ানডের ২১টিতে জয় পেয়েছে দল। দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে সিরিজ হারিয়েছে। টি-টোয়েন্টিতেও ডমিঙ্গোর অধীনে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে ঘরের মাঠে সিরিজ হারায় বাংলাদেশ।