চীন থেকে আগতদের ক্ষেত্রে কোভিড বিধিনিষেধ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

চীন থেকে যাওয়া যাত্রীদের জন্য নতুন করে কোভিড বিধিনিষেধ আরোপ করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। আগামী মাস থেকে চীন তার সীমান্ত উন্মুক্ত করে দেয়ার ঘোষণা দিয়েছে। এ ছাড়া সেখানে বিধিনিষেধ তুলে নেয়ার পর করোনা সংক্রমণ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে বলে মিডিয়ার খবরে বলা হচ্ছে। এর প্রেক্ষিতে চীনে যেহেতু করোনা ভাইরাসকে কেন্দ্র করে স্বচ্ছতায় ঘাটতি রয়েছে তাই মার্কিন কর্মকর্তারা নতুন বিধিনিষেধ বিবেচনা করছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। চীনে করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে ‘ইমপোর্টেড করোনা আক্রান্তের’ সংখ্যা বৃদ্ধি পাওয়ার উদ্বেগ দেখা দিয়েছে এরই মধ্যে। ফলে চীন থেকে যাওয়া ভ্রমণকারীদের বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে জাপান, মালয়েশিয়া এবং তাইওয়ান। করোনা নেগেটিভ থাকলেও এই বিধিনিষেধের আওতায় আসবে। তবে বেইজিং বলেছে, কোভিড সংক্রান্ত নিয়মকানুন ‘বৈজ্ঞানিক’ ভিত্তিতে হওয়া উচিত। ওদিকে চীন থেকে আগতদের ক্ষেত্রে পদক্ষেপ বৃদ্ধি করেছে ভারতও।

বেইজিং তার সীমান্ত নীতি শিথিলের ঘোষণা দেয়ার আগেই ভারত এ ঘোষণা দিয়েছে। যেসব চীনা নাগরিক বিদেশ সফরে যেতে চান তাদের পাসপোর্ট আবেদন শুরু হবে ৮ই জানুয়ারি থেকে। এ কথা জানিয়েছে দেশটির অভিবাসন বিষয়ক কর্তৃপক্ষগুলো।