কক্সবাজার প্রতিনিধি:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওতে এক লাখ পিস ইয়াবাসহ জব্দ করা হয়েছে গাড়ি। আটক করা হয়েছে সংশ্লিষ্ট পাচারকারী যুবককে। ৬ ডিসেম্বর আনুমানিক রাত একটার দিকে স্থানীয় ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশ দল এ অভিযান চালায়। তদন্ত কেন্দ্রের এসআই শাহাজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পায় যে, বিপুল পরিমাণ ইয়াবার চালানসহ একটি কাভার্ড ভ্যান ঈদগাঁও বাসষ্টেশন এর অদূরে মেসার্স রাশেদ ফিলিং স্টেশন এলাকায় অবস্থান করছে। সাথে সাথে পুলিশ দল উক্ত এলাকায় গিয়ে কাভার্ড ভ্যান গাড়িটি তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা ও গাড়িটি জব্দ করেন।
এসময় তারা ইয়াবা পাচারে জড়িত এক যুবককে আটক করেন। জানা গেছে গাড়িটি টেকনাফ থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করছিল। তদন্ত কেন্দ্রের এসআই সনজিৎ জানান, আটক যুবক নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের বাসিন্দা। তিনি এ সংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্ট যুবক ও যানবাহনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান।