ফেল করা ২৪ শিক্ষার্থী পেলেন জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হয়েছে। এতে ফেল থেকে পাস করেছে ৪৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। শনিবার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ শেষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এই তথ্য নিশ্চিত করেন। নারায়ণ চন্দ্র নাথ বলেন, এবার এসএসসিতে ১৪ হাজার ৫২৫ শিক্ষার্থী ২৮ হাজার ৬০৭টি বিষয়ে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে। এর মধ্যে ৪৯৮টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৪৫ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ২৪ শিক্ষার্থী। জিপিএ বেড়েছে ২৩৮ জনের। ২০২১ সালে এসএসসিতে ফল পরিবর্তন হয়েছিল ২১২ জনের।

২০২০ সালে পরিবর্তন হয়েছে ৬০৯ জনের।

তিনি আরও বলেন, গত ২৮শে নভেম্বর সারা দেশের মতো চট্টগ্রাম শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করে। এবার শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ৫০ হাজার ১১২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক লাখ ৩০ হাজার ১৩ জন। পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ। ২০ হাজার ৯৯ শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে এক বিষয়ে ফেল করেছে ১৪ হাজার ১৯৪ জন। বাকিরা একাধিক বিষয়ে ফেল করেছে। ২৯শে নভেম্বর থেকে ৫ই ডিসেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জমা নেয়া হয়। ১৪ হাজার ৫২৫ শিক্ষার্থী আবেদন করেছে।