বিহারে ইটভাটায় বড় বিস্ফোরণে নিহত ৭, আহত ১০

ভারতের বিহার রাজ্যের একটি ইটভাটায় ভয়াবহ বিস্ফোরণে মারা গেছেন কমপক্ষে ৭ জন। মৃতদের মধ্যে সেই ইটভাটার মালিকও রয়েছেন। ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন এবং নিখোঁজ আছেন ২০ জন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে জানানো হয়, বিস্ফোরণের ঘটনায় শোক জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এক বিবৃতিতে তিনি বলেন, ঈশ্বর যেনো মৃতদের পরিবারকে শোক সৈহ্য করার শক্তি দেন। তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যাতে সকল আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়। ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। বিহার পুলিশ জানিয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার অভিযান এখনও চলছে।

ঘটনার পরপরই সেখানে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছে যায়। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে রাতভর তল্লাশি চলছে। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন। যারা মারা গিয়েছেন তাদের বেশির ভাগই শ্রমিক শ্রেণির।